কষ্ট
আমার জন্য ভাবিসনা
কী লাভ বল্ কষ্টের গাছে জল দিয়ে?
তারচেয়ে তোরা হাত ধরে পূর্ণিমা দেখ
হেসে ওঠ তোরা, প্রদীপ জ্বালা, সানাই বাজা।
আমি নাহয় বকুলতলায় ঝরে পড়ার শব্দ শুনি
আমি নাহয় নি:স্তরঙ্গ নদী দেখি
ঘনকালো মেঘ দেখি
আমি যদি ঘুমের ঘোরে হঠাৎ করে কেঁদে উঠি
কী এসে যায় তাতে বল্
বিশ্বাস কর কষ্ট আমার ভালোই লাগে
সঙ্গে নিয়ে ঘুরে বেড়াই
একজীবনে কষ্টটাই আমার সাথে
আমার হয়ে
আমার আছে...

মন বাড়ি

একটা বাড়ি ছিলো
টুকরো টুকরো রোদ আসতো
ফালি ফালি স্নিগ্ধতা ঢুকতো
আকাশের শীতল ঝরণা বাড়ির মন ভেজাতো
মেঘ আর ঝলমলে আকাশ পালা করে বাড়ির ছাদ হতো
বাড়ির পাশে নদী ছিলো
স্নিগ্ধ শীতল ঝলমলে জলের নদী।
নদীর শিরশিরে হাওয়া বাড়িতে ঢুকতো
বাড়ির অলিন্দ মুখর থাকতো নদীর ছলাৎ ছলাৎ ঢেউ শব্দে
বাড়ির সামনে এক চিলতে উঠোন ছিলো
সুবাসিত ফুল গাছ ছিলো উঠোনে...
অনিকেত এই বাড়ি কোথায় হারিয়ে গেছে
পথ নেই ঠিকানা নেই
মন চেনেনা মনের বাড়ি
রাস্তা খোঁজে আহারে...