চট্টগ্রাম প্রতিনিধি : বকেয়া বেতনের দাবিতে এবং শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দু’টি পোশাক কারখানার কয়েক’শ শ্রমিক। এসময় আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

শনিবার সকাল ১০টার দিকে দু’টি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসে। কারখানাগুলো হচ্ছে, ব্যবসায়ী মো.ফয়সালের মালিকানাধীন ওয়াকিয়া ফ্যাশন এবং টেকনো ফ্যাশন লিমিটেড।
চট্টগ্রামের শিল্প পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আরিফুর রহমান জানান, টেকনো ফ্যাশন থেকে সম্প্রতি বেশ কয়েকজন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। ওয়াকিয়া ফ্যাশনে এখনও এপ্রিল-মে দু’মাসের বেতন বকেয়া আছে। এসব বিষয়ে বেশ কয়েকবার মালিকসহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে চেয়ে ব্যর্থ হয় শ্রমিকরা।
এরপর শনিবার সকাল ৯টার দিকে শ্রমিকরা প্রথমে কারখানার ভেতরে বিক্ষোভ করেন। ১০টার দিকে প্রায় সাড়ে চার’শ শ্রমিক রাস্তায় নেমে আসেন। দেওয়ানহাট-বাদামতলী সড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা বিক্ষোভের পর শিল্প পুলিশ ও ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের সরিয়ে দেয়।
পরিদর্শক আরিফুর রহমান বলেন, শ্রমিকরা আপাতত কারখানার ভেতরে অবস্থান নিয়েছে। আমরা মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। সমস্যা সমাধানে মালিকের সঙ্গে শ্রমিকদের বৈঠক করানোর চেষ্টা চলছে।
এদিকে প্রায় এক ঘণ্টা অবরোধের কারণে দেওয়ানহাটের আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। তীব্র গরমের মধ্যে যানবাহনে আটকা পড়ে দুর্ভোগ পোগাতে হয় হাজার হাজার মানুষকে।
যানজটে আটকা পড়া অটোরিক্সার যাত্রী মো.ওমর ফুয়াদ বলেন, এক ঘণ্টা ধরে জ্যামের মধ্যে আটকা পড়েছিলাম। গরমের মধ্যে আটকে থেকে অসুস্থ হয়ে পড়েছি। আগ্রাবাদে আমার গুরুত্বপূর্ণ কাজ ছিল। সময়মত সেখানে পৌঁছাতে পারিনি।

(ওএস/এএস/জুন ০৭, ২০১৪)