নড়াইল প্রতিনিধি:সড়কে চলাচলের সময় হেলমেট ব্যবহার করায় এবং লাইসেন্সসহ মোটর সাইকেলের সকল কাগজপত্র সঠিক থাকায় নড়াইলে মোটর সাইকেল চালকদের ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে।পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হয়।

বুধবার (৮ জুন) বেলা ১১টার দিকে নড়াইল শহরের হাতিরবাগান নতুন স্টান্ডেনড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের উপস্থিতি এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে প্রায় একশত মোটর সাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করে ১৮ জন মোটর সাইকেল চালকের মাথায় হেলমেট এবং কাগজপত্র সঠিক থাকায় তাদেরকে রজনীগন্ধা ও গোলাপ ফুলের ষ্টিক দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় কাগজপত্র না থাকায় দুটি মোটর সাইকেল আটক এবং হেলমেট ও লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্রের ত্রুটি থাকায় ২২টি মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাদেরকে ধন্যবাদ জানিয়ে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি মোটর সাইকেলের মালিকদের হেলমেট, লাইসেন্স ও অন্যান্য কাগজপত্রে ত্রুটি থাকায় ২২টি মামলা করা হয়েছে। চালকরা যাতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন সে কারনেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।তিনি দুর্ঘটনারোধে তিনি সকলকে আইন মেনে চলাচলের অনুরোধ জানান।

অভিযান পরিচালনাকালে ট্রাফিক সার্জেন জিয়াদুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ সিদ্দিকুর রহমান, সার্জেন্ট মাসুম, টিএসআই পান্নু শেখ (পিপিএম) সহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।






(টিএআর/এস/মে০৮,২০১৬)