নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : এ কেমন শত্রুতা। বগুড়ার নন্দীগ্রামে পৌর এলাকায় এক কৃষকের চাষাবাদি ক্ষেতের ১শ’টি পূর্ণ বেগুন চাঁরা উপড়ে ফেলে প্রায় ২০হাজার টাকার ক্ষতি করেছে একদল দুর্বৃত্ত। চিনে ফেলায় ওই কৃষককে হত্যার উদ্যেশ্যে ধাওয়া করেছে দূর্বত্তরা। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

স্থানীয় এলাকাবাসী ও ভূক্তভোগীর বিবরনে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার ঢাকুইর পূর্বপাড়ার হাইতুল্লাহ’র ছেলে কৃষক আনসার আলীর মাঝগ্রাম-ঢাকুইর সড়কের শোলপাতার পুকুর সংলগ্ন একবিঘা চাষাবাদি জমির ১শ’টি গাছ উপড়ে নষ্ট করেছে দূর্বৃত্তরা। এসময় পাহারারত কৃষক আনসার আলী বিষয়টি টেরপেয়ে দুর্বৃত্তদের দিকে লাইট (আলো) দিয়ে চিনতে পেলে দুর্বৃত্তরা ওই কৃষককে হত্যার উদ্যেশ্যে ধাওয়া করে। কৃষকের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঢাকুইর মোড়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে আসেন।

সম্প্রতি ওই কৃষকেরা পুকুরে ২লাখ টাকার মাছ ও বাদলাশন গ্রামে আব্দুল হাকিমের লিজকৃত পুকুরে ৩লাখ টাকার মাছ চুরির ঘটনা ঘটেছে। এসকল ঘটনার সাথে বাদলাশন গ্রামের বাচ্চু, মোকলেছুর, জাহেদুর ও মাঝগ্রামের আব্দুর রাজ্জাকসহ একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে এধরনের অপরাধ সংগঠিত করে আসছে বলে জনশ্রুতি রয়েছে।

(এমএনআই/এএস/জুন ০৯, ২০১৬)