নিউজ ডেস্ক : The Veneno বিশ্বের সবচেয়ে দামি গাড়ি বিডি হেরাল্ডঃ The Veneno বিশ্বের সবচেয়ে দামি গাড়ি। এ ফিচারের প্রচ্ছদে যে গাড়িটি দেখা যাচ্ছে সেটা এ মূহুর্তে বিশ্বের সবচেয়ে দামি গাড়ির ছবি।

Lamborghini নামের প্রতিষ্ঠানের তৈরি এ গাড়িটির মূল্য কত জানেন? ৩.৩৬ মিলিয়ন মার্কিন ডলার। হতভম্ব করে দেয়া মূল্যের ছাদবিহীন খোলা দুর্দান্ত গতির এ গাড়ীটি অবশ্য নির্মাণ করা হয়েছে মাত্র তিনটি।

The Veneno নামের এ গাড়িটি তৈরি করা হয়েছে Lamborghiniর ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে। আর এটাকে খোলা রাস্তায় চালানো যাবে রেসিং কারের মতোই (অনুমতি সাপেক্ষে)।

এতে ব্যবহার করা হয়েছে 750bhp V12 ইঞ্জিন যার কারণে গাড়িটির গতি স্বাভাবিকভাবে মাত্র ২.৯ সেকেন্ডে ঘণ্টায় ০ থেকে ৬২ মাইল পর্যন্ত হতে পারে। তবে এর সর্বোচ্চ গতিবেগ কিন্তু আরো বেশি, ঘণ্টায় ২২০ মাইল।

এ গাড়িটির মূল্য একই প্রতিষ্ঠানের তৈরি করা Aventador থেকে প্রায় ১০ গুণ বেশি। এর ইঞ্জিনের জ্বালানি ধারণ ক্ষমতা ৬.৫ লিটার। ২০১৪ সালে গাড়িটির ৯টি মডেল বের হওয়ার কথা রয়েছে।


(ওএস/এটিআর/জুন ০৭, ২০১৪)