সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম এ রউফ পাতা আর নেই। তিনি শুক্রবার দিবাগত রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগ জনিত সমস্যায় ভুগছিলেন। এই মহান ব্যক্তির মৃত্যুতে সিরাজগঞ্জের সাংস্কৃতিক এবং রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এম এ রউফ পাতা মহান মুক্তিযুদ্ধের সময় সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে তার ছিল অন্যতম ভুমিকা। তিনি মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার পাশাপাশি তাদের উজ্জীবিত করার জন্য জয় বাংলা বেতার কেন্দ্রে কবিতা আবৃত্তি করেছেন। ৭০ দশকের তুখর এই ছাত্রনেতা পররর্তীতে আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত হয়ে দীর্ঘদিন রাজনীতি করার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে ছিল তার পদচারনা । তিনি সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
তার মৃতদেহ সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বিকেলে সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে রাখা হবে বলে জানা গেছে।
(এসএস/এএস/জুন ০৭, ২০১৪)