খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীতে গণপরিবহন সংকট নিরসনে পাঁচটি দ্বিতল বাস নামানো হয়েছে। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে দ্বিতল বাসগুলোর যাত্রা শুরু হয়েছে।

জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে দ্বিতল বাসের যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, জেলা প্রশাসক মো. নাজমুল আহসান, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বাসগুলো নগরীর রূপসা ট্রাফিক মোড় থেকে পিটিআই, রয়েল মোড়, ফেরিঘাট, পাওয়ার হাউস মোড়, জোড়াগেট, দৌলতপুর, ফুলবাড়ি গেট হয়ে ফুলতলা পর্যন্ত চলাচল করবে।

ইজিবাইক সমস্যা সমাধানে প্রথম পর্যায়ে নগরীতে ইজিবাইকের সংখ্যা পাঁচ হাজারে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় গণপরিবহনের সংকট যাতে না হয়, সেজন্য বিআরটিসির পক্ষ থেকে পাঁচটি দ্বিতল বাস দেওয়া হয়েছে।

খুলনার জেলা প্রশাসক মো. নাজমুল আহসান বলেন, বাসগুলো রূপসা-ফুলতলা জনপ্রতি মাত্র ত্রিশ টাকায় চলাচল করবে। এছাড়া এক স্টেশন থেকে অন্য স্টেশনে জনপ্রতি যাত্রী ভাড়া ৫ টাকা। বাসগুলো ২০ থেকে ২৫ মিনিট পরপর নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাবে।

তিনি জানান, প্রাথমিকভাবে পরীক্ষামূলক এ ৫টি বাস চলবে। যাত্রীসংখ্যা সন্তোষজনক হলে পরবর্তীতে আরও ৫টি বাস নামানো হবে।


(ওএস/এএস/জুন ১০, ২০১৬)