ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাস ও জঙ্গি দমনে দেশব্যাপী পুলিশের ঘোষিত সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযানের প্রথম দিনে ৩১ জনকে আটক করা হয়েছে। সরাইল থানা পুলিশ বাদে আট থানা পুলিশের অভিযানে বিএনপি, জামায়াতের নেতা-কর্মীসহ, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী, ডাকাত, মাদক ব্যবসায়ি গ্রেপ্তার হয়।

গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এদের মধ্যে শহরের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী এনামূল হক (৩৫)কে একটি ম্যাগাজিনসহ ৯ এমএম পিস্তলসহ গ্রেফতার করা হয়। এছাড়া জেলার নবীনগর উপজেলা জামায়াতের সাবেক আমীর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নায়েবে আমীর গোলাম ফারুক (৬০) কে পৌর এলাকার আদালত পাড়া থেকে গ্রেফতার করে। আখাউড়ায় শিবির নেতা মাহমুদকে তার দুই ভাইসহ গ্রেফতার করে।

জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মোঃ আব্দুল কাইয়ূম জানান, সরাইল ছাড়া জেলার বাকি আটটি থানা এলাকায় এ অভিযান চালানো হয়েছে। আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।





(এএ/এস/জুন ১০,২০১৬)