নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের গবেষকরা সম্প্রতি  জানিয়েছেন, কুমিরের চর্বিও উত্তম জৈব জ্বালানি বা বায়ো-ফুয়েলের কাজ করতে পারে। কুমিরের চামড়া ও মাংসে লেগে থাকা চর্বিকে খুব সহজেই বায়ো-ফুয়েলে রূপান্তর করা সম্ভব বলেই জানিয়েছেন গবেষকরা।

ইউনিভার্সিটি অব লুইজিয়ানার গবেষক রাকেশ বাজপেয়ি কুমিরের চর্বি থেকে গাড়ির জ্বালানি তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন। জানা গেছে, বেষকরা কুমিরের চর্বির শতকরা ৬১ ভাগই জৈব জ্বালানিতে রূপান্তর করেছেন।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি রিসার্চ সাময়িকীতে। গবেষক রাকেশ বাজপেয়ি জানিয়েছেন, কুমিরের চর্বি তেলের চমত্কার উত্স।

এ তেল সহজেই বায়ো-ডিজেলে রূপান্তর করা যায়, যা গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহারযোগ্য।

(ওএস/এটিআর/জুন ০৭, ২০১৪)