স্টাফ রিপোর্টার : পুলিশ দম্পতি মাহফুজুর রহমান ও স্বপ্না রহমান হত্যাকাণ্ডের ঘটনায় তাদের একমাত্র কন্যা ঐশীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে মহানগর হাকিম মারুফ হোসেন চার্জশিট গ্রহণ করে বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে নথি প্রেরণের নির্দেশ দেন।

এর আগে ৯ মার্চ পুলিশ তদন্ত কর্মকর্তা আবুল খায়ের মাতব্বর আদালতে দুটি অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছিলেন। পুলিশ দম্পতির মেয়ে ঐশীকে প্রধান আসামি করে মহানগর গোয়েন্দা পুলিশ আদালতে এ চার্জশিট দাখিল করেন। এতে ঐশী রহমানসহ আরো চারজনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত অপর চারজন হলেন, ঐশীর বন্ধু জনি, রনি ও বাসার গৃহকর্মী সুমী।

তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ঐশী ও তার দুই বন্ধুকে অভিযুক্ত করে একটি ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাসার গৃহকর্মী সুমীর জন্য আলাদা চার্জশিট দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজ বাসার বেডরুমে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও স্ত্রী স্বপ্না রহমান নৃশংসভাবে খুন হন।

(ওএস/এটি/ এপ্রিল ০৮, ২০১৪)