ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাস ও জঙ্গি দমনে দেশব্যাপী পুলিশের ঘোষিত সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে ৩৪জনকে আটক করা হয়েছে। পুলিশের অভিযানে বিএনপি, জামায়াতের নেতা-কর্মীসহ, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী, ডাকাত, মাদক ব্যবসায়ি গ্রেফতার হয়। গত শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

এদের মধ্যে বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের আমির ও ফরদাবাদ মাদ্রাসার শিক্ষক মাজেদুল ইসলাম (৪০) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেই তথ্য-প্রযুক্তি আইনে বাঞ্ছারামপুর থানায় একটি এবং বিশেষ ক্ষমতা আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ও নবীনগর থানায় একটি করে মামলা রয়েছে।

কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল ব্রীজের এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় নবীনগরের সেমন্তঘর গ্রামের কুখ্যাত ডাকাত মুজিবুর রহমানকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি এবং শহরের দক্ষিণ মৌড়াইলে মোঃ ফখরুল ইসলামকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলিসহ দক্ষিণ মৌড়াইল জামিয়া রাজ্জাকিয়া জবেদাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার পিছনে থেকে গ্রেফতার করেন।

এসময় পুলিশ ২২৭ পিস ইয়াবা,২১ কেজি গাঁজা,২৪ পিস বিয়ার, ২৫ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মোঃ আব্দুল কাইয়ূম জানান, আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর হয়েছে।

(এএ/এএস/জুন ১১, ২০১৬)