মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নে খাগুরিয়ার গিত্তা হাওরে বড় খাগুরিয়া গ্রামের গোলাম কাদেরের খামারের ১৭৫টি ডিমওয়ালা হাঁসকে খাদ্য বিষ প্রয়োগ করে হত্যা করেছে বলে বকুল ও তার ছেলে রুবেলকে আসামী করে মদন থানায় শনিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ ৬ মাস ধরে বড় খাগুরিয়া গ্রামের গোলাম কাদের গিত্তা বিলে হাঁস লালন-পালন করে আসছে। শুক্রবার বিকালে ছোট খাগুরিয়া গ্রামের বকুল ও তার ছেলে রুবেল মিয়ার হাঁস একই বিলে রাখতে এসে গোলাম কাদেরের সাথে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বকুল মিয়া গোলাম কাদেরকে হুমকি দেয় কিভাবে হাঁস লালন-পালন কর তা দেখে নেব। প্রতিদিনের মত রাতে গোলাম কাদের ঘরে হাঁস বন্দি করে বাড়িতে চলে যায়। সকালে এসে দেখে ১৭৫টি ডিমওয়ালা হাঁস মরে ঘরে পড়ে রয়েছে। এ ব্যাপারে এই ঘটনার তদন্তকারী কর্মকর্তা সহকারী দারোগা হাসমত জানান, হাঁস হত্যায় গোলাম কাদের বাদী হয়ে দুইজনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছে। ঘটনাটির তদন্ত চলছে।
(এএমএ/এএস/জুন ০৬, ২০১৪)