মাদারীপুর প্রতিনিধি :মাদারীপুর শিবচরের কাওড়াকান্দি ঘাট ও রাজৈরে শনিবার দুপুরে বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও ৩ জন।

বিআইডব্লিউটি সূত্রে জানা যায়, শিবচরের কাওড়াকান্দি ঘাটে এমভি মকবুল নামের লঞ্চটি শিমুলিয়া থেকে ছেড়ে ঘাটে এসে পৌছলে হালকা বৃষ্টির সময় বজ্রপাতে দুইজন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন গুরুত্বর আহত ২জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার ফয়সাল সরদার (১৮) নামের একজনকে মৃত ঘোষণা করেন।

নিহত ফয়সাল সরদার শিবচর উপজেলার চরশ্যামাইল গ্রামের নয়ন সরদারের ছেলে।
অপরদিকে রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামে শনিবার দুপুরে বজ্রপাতে ইয়াছিন সরদার (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে । আহত হয়েছে আরো দুই কিশোর। আহতদের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

জানা গেছে, শনিবার দুপুর ২ টার দিকে উপজেলার শাখারপাড় রাঙ্গা মোল্লার মোড় এলাকায় নদীতে ভিড়ানো নৌকায় বসে গোসল করার সময় হঠাৎ বজ্রপাত ঘটে। এতে নৌকাটি অর্ধেক পুড়ে যায়। এসময় নৌকায় বসে থাকা এলাকার মান্নান সরদারের ছেলে ইয়াছিন সরদার ঘটনাস্থলেই মারা যায় এবং মারাত্মক আহত মস্তফা মোল্লার ছেলে অজিত (১২) ও ইসরাইল শেখের ছেলে শফিকুলকে (১১) রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


(এএসএ/এস/জুন ১১,২০১৬)