আন্তর্জাতিক ডেস্ক : পেত্রো পরোশেঙ্কো ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিয়েছেন। রাজধানী কিয়েভে অবস্থিত পার্লামেন্টে তিনি শপথ নেন। শপথ অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনসহ বেশ কয়েকজন বিদেশি অতিথি উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই এক ভাষণে তিনি ইউক্রেনে শান্তি, স্থিতিশীলতা ও ঐক্য ফিরিয়ে আনার জন্য তার পরিকল্পনার কথা জানিয়েছেন। খবর বিবিসির
ইউক্রেনের পূর্বাঞ্চলে চলমান সহিংসতার মধ্যেই গত ২৫ মে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পরোশেঙ্কো স্পষ্ট ব্যবধানে জয়ী হন। প্রেসিডেন্ট হিসেবে তার নির্বাচনকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা 'বুদ্ধিমান বাছাই' বলে সমপ্রতি মন্তব্য করেছেন।
রোশেন চকোলেটস গ্রুপের মালিক পরোশেঙ্কো শপথ গ্রহণের পরপরই এক ভাষণে বলেন, ইউক্রেনের জনগণের বিশাল ত্যাগ সত্ত্বেও (রাশিয়ার সঙ্গে ক্রিমেয়ার সংযুক্তির প্রতি ইংগিত করে ) আমি যুদ্ধ চাই না। প্রতিশোধ চাই না। ইউক্রেনে ঐক্য ফিরিয়ে আনব।
ক্রিমেয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ক্রিমেয়া ইউক্রেনেরই ভূখন্ড রয়েছে, ছিল এবং সর্বদা থাকবে।
(ওএস/এএস/জুন ০৭, ২০১৪)