আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন হাওলাদারকে (৫২) কুপিয়ে হত্যা করা হয়েছে। আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দলকে কেন্দ্র করে প্রতিপক্ষ ওই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মামুনের নেতৃত্বে এ খুনের ঘটনা ঘটে।

শনিবার বিকেল চারটার দিকে হামলার পর আশংকাজনক অবস্থায় মহিউদ্দিনকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হলে রাতে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষণা করেন। মহিউদ্দিন হাওলাদার ওই ইউনিয়নের সোনাপুরা গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের পুত্র। স্থানীয় একাধিক আওয়ামী লীগ নেতারা জানান, ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজী শফিক উদ্দিন সিকদারের সাথে কথা বলে ফিরছিলেন মহিউদ্দিন হাওলাদার। পথিমধ্যে কাকরদা হাইস্কুল মাঠে পৌঁছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা যুবলীগ নেতা মামুন মেম্বার ওরফে হাতকাটা মামুনের নেতৃত্বে তার সহযোগী বশির খান, ছগির গাজী, মহিউদ্দিন চাপরাশীসহ ৭/৮জনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মহিউদ্দিনের রক্তাক্ত জখমকরে।

বাকেরগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, ঘটনার পর হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(টিবি/এস/জুন ১২,২০১৬)