বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাট সদর ও চিতলামারী উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ের আঘাতে দেড় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। রবিবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের আঘাতে চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের কয়েকটি গ্রাম ও কলাতলা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের দোকান-পাট এবং কাঁচা ও আঁধাপাকা ঘড়বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। ঝড়ে গাছপালা উপড়ে পল্লী বিদ্যুতের তারের ওপর পড়ায় চিতলমারীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সময়ে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া বাজারে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, দোকান ঘর ও গাছপালা উপড়ে যায়।

এদিকে বাগেরহাটের কচুয়ায় বজ্রপাতে মনোয়ারা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার সকালে কচুয়া উপজেলার কচুয়া গ্রামে বৃষ্টির মধ্যে প্রাত্যহিক কাজ সারতে ঘরের বাইরে বেরোলে আকষ্মিক বজ্রপাতে মনোয়ারার মৃত্যু হয়।মনোয়ারা বেগম কচুয়া গ্রামের মো. শাহ ্আলমের স্ত্রী। সকালে মূষলধারে বৃষ্টির কারনে নিম্নাঞ্চল এলাকা জলমগ্ন হয়ে পড়ে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার পারভেজ জানান, কালবৈশাখী ঝড়ে চিতলমারী সদর ও কলাতলা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে দেড়শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

(এসএকে/এস/জুন ১২,২০১৬)