টাঙ্গাইল প্রতিনিধি :দেশ জুড়ে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে ট্ঙ্গাাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪র্থ দিন সোমবার টাঙ্গাইল সদর উপজেলার বরুহা এলাকা থেকে এক জেএমবি সদস্যসহ ৭০ জনকে আটক করেছে টাঙ্গাইল পুলিশ।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার আসামী ও নাশকতা করতে পারে এমন সন্দেহভাজনসহ ৭০ জনকে আটক করা হয়েছে।

এদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলার বরুহা গ্রামের আবুল হাসেম এর ছেলে আমানউল্লাহ লিটন (৩৫)কে আটক করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ।

আটক জেএমবির সদস্য আমানউল্লাহ লিটনের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় ২০০৫ সালের বিস্ফোরক ও অস্ত্র আইনে ১টি মামলা রুজু করা আছে।

(এমএনইউ/এস/জুন ১৩,২০১৬)