আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):গরীব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় গত দু’বছর থেকে মাছ চাষ করে ব্যাপক সফলতা অর্জন করার পর এবার দুঃস্থ পরিবারের সহায়তার মাছ চাষের প্রকল্প গ্রহণ করেছেন জেলার দু’বারের শ্রেষ্ঠ গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

সোমবার সকালে ইউনিয়ন পরিষদের নিজস্ব পুকুর ও পার্শ্ববর্তী বদ্ধ খালে চেয়ারম্যান পিকলু তার নিজস্ব অর্থায়নে প্রায় দশ হাজার মাছের পোনা অবমুক্ত করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য সালাহউদ্দিন লালু, ইউনিয়ন আ’লীগ নেতা মতিউর রহমান আকু সরদার, জাতীয় পার্টির নেতা আইউব আলী সরদার, সমাজ সেবক হারুন-অর রশিদ প্রমুখ


(টিবি/এস/জুন ১৩,২০১৬)