গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের আউটপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি চাপায় এক যুবক (২২) নিহত হয়েছেন। তাৎক্ষণিক ভাবে তার পরিচয় জানা যায়নি। নিহতের পরণে লুঙ্গি রয়েছে। আজ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আরিফ খাঁন জানান, মঙ্গলবার সকালে আউটপাড়া এলাকায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে ভোরে অজ্ঞাত কোনো গাড়ি ওই যুবককে চাপা দিলে তার মাথা থেঁতলে যায়।



(ওএস/এস/জুন ১৪,২০১৬)