রংপুর প্রতিনিধি: রংপুরে জঙ্গি-সন্ত্রাস দমনে চলমান সাঁড়াশি অভিযানে ৩ জেএমবি, ৩ জামায়াত কর্মীসহ ৯৫ আসামিকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (১৩ জুন) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১৪ জুন) সকাল পর্যন্ত জেলার আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।আটকরা নাশকতা, চুরি-ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে দেশব্যাপী সাঁড়াশি অভিযান চলছে।

তিনি আরো বলেন, সম্প্রতি চট্টগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। নাটোরে হত্যা করা হয়েছে সুনীল গোমেজ নামে এক খ্রিস্টান দোকানদারকে। এছাড়াও পাবনা, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন এলাকায় খুনের ঘটনা ঘটেছে। এ সকল ঘটনার প্রেক্ষিতে সারাদেশে জঙ্গি ও সন্ত্রাসী দমনে সাঁড়াশি ‍অভিযান পরিচালনা করেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

গ্রেফতারদের সকালে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান আবদুল্লাহ আল ফারুক।


(ওএস/এস/জুন ১৪,২০১৬)