তথ্য ও প্রযুক্তি ডেস্ক :১৮ বছরের যাত্রার ইতি টানতে যাচ্ছে ইয়াহু মেসেঞ্জার। আগামী ৬ আগস্ট থেকে নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে এই অ্যাপটির। ৫ আগস্ট থেকে ইয়াহু মেসেঞ্জারের পুরোনো সংস্করণটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এ খবর জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চ।

ইয়াহুর চিফ আর্কিটেক্ট আমতোজ মায়মন এক ব্লগপোস্টে লিখেছেন, ‘আমরা মেসেঞ্জারের নতুন একটি সংস্করণ নিয়ে এসেছি। আমরা সব ব্যবহারকারীদের অনুরোধ করব তারা যেন নতুন অ্যাপটি ব্যবহার করেন। আসছে ৫ আগস্ট থেকে ইয়াহু মেসেঞ্জারের পুরোনো সংস্করণটির আর অস্তিত্ব থাকছে না।’

ইয়াহু বর্তমানে সাতটি সেবার ওপর গুরুত্বারোপ করতে চাইছে। এগুলো হলো—মেইল, সার্চ, টাম্বলার, নিউজ, স্পোর্টস, ফিন্যান্স ও লাইফস্টাইল।

মায়মন লিখেছেন, ‘আমাদের সেবা আরো দ্রুতগতির এবং ঝামেলামুক্ত করতে আমরা কিছু সেবা বন্ধ করে দিচ্ছি। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যবহারকারীরা ইয়াহু রিকমেন্ডস সেবাটিও আর ব্যবহার করতে পারবেন না।’

গত বছরের ডিসেম্বরে অ্যানড্রয়েড, আইওএস ও ওয়েবের জন্য ইয়াহু তাদের নতুন মেসেঞ্জার অ্যাপ চালু করে। নতুন এই মেসেজিং অ্যাপে ইয়াহুর মালিকানাধীন ফ্লিকার, টাম্বলার ও জোবনির ফিচার সংযুক্ত করা হয়েছে। এই অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা অল্প সময়ে হাই রেজ্যুলুশন ছবি পাঠাতে পারবেন।

ইয়াহুর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব কমিউনিকেশন প্রোডাক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং জেফ বোনফোর্তে এক বিবৃতিতে লিখেছেন, ‘আমরা খুবই আনন্দিত যে ইয়াহু মেসেঞ্জারকে পরবর্তী প্রজন্মের জন্য সময়োপযোগী করে সাজাতে পেরেছি। দীর্ঘদিন ধরে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ সেবা ছিল মেসেঞ্জার। এখন আমরা এটিকে নতুন করে সাজিয়েছি। কারণ মেসেজিং অ্যাপ্লিকেশনের জগৎটা নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। এখন যোগাযোগ আরো দ্রুত ও সহজ হয়েছে। এই নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো করেই সাজানো হয়েছে নতুন মেসেঞ্জারকে।

১৮ বছরের পুরোনো ইয়াহু মেসেঞ্জার থেকে এখন ব্যবহারকারীদের নতুন সংস্করণে নিয়ে আসাটাই ইয়াহুর জন্য চ্যালেঞ্জ। কারণ মেসেঞ্জার, স্ন্যাপচ্যাট, স্কাইপে, হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপগুলোই এখন ব্যবহারকারীরা বেশি ব্যবহার করছেন। এর মধ্যে নতুন অ্যাপটিকে জনপ্রিয় করাটা কঠিনই হবে।

১৯৯৮ সালে মেসেঞ্জার চালু করেছিল ইয়াহু, যেটি ছিল ডেস্কটপের জন্য নির্মিত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। তবে এখনকার স্মার্টফোন নির্ভর জীবনযাত্রায় ডেস্কটপের প্রভাব অনেকটাই কমে এসেছে। আর তাই এর সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তনে শামিল হলো ইয়াহু।





(ওএসএস/জুন ১৪,২০১৬)