স্টাফ রিপোর্টার :জাসদ সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের বক্তব্য শরিক দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট করবে। এমন মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আক্তার।
 

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

শিরিন আক্তার বলেন, হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদ জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘেষণা করেছে। দেশকে সমৃদ্ধ করতে সকারের সঙ্গে কাজ করছে। কিন্তু সৈয়দ আশরাফের জাসদ প্রসঙ্গে বক্তব্য ঐক্য বিনষ্ট করার ইঙ্গিত।

ইনুকে যারা হত্যার হুমকি দিয়েছে তারা কাপুরুষ উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে হাসানুল হক ইনু যে যুদ্ধ ঘোষণা করেছেন, হত্যার হুমকি দিয়ে এই যুদ্ধ স্তব্ধ করা যাবে না।


(ওএসএস/জুন ১৪,২০১৬)