আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসক ও ডায়াগনষ্টিক সেন্টারের মালিকদের নিয়ে সিভিল সার্জনের মতবিনিময় সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা হাসপাতালের নিপোর্ট প্রশিক্ষন হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন বরিশাল জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম শফিউদ্দিন। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ডা. মুন্সি মুবিনুল হক, ডা. বখতিয়ার আল মামুন, ডা. রেহানা ফেরদৌস, পিএস মো. সেলিম মিয়া, স্যানিটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার, ডায়াগনষ্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি কবির হোসেন তালুকদার, মো. মনিরুজ্জামান স্বপন, মশিউর রহমান সোহেল, পল্লী চিকিৎসক তপন শীল, জসিম উদ্দিন, নারায়ন দাস।

সিভিল সার্জন ডা. এএফএম শফিউদ্দিন বলেন, যেসব ডায়াগনষ্টিক ও ক্লিনিকের বৈধ কাগজপত্র নেই তাদের আগামী ৩০ জুনের মধ্যে সকল প্রকার বৈধ কাগজপত্র করে ব্যবসা করার পরামর্শ দেন এবং এমবিবিএস ও বিডিএস ছাড়া কোন পল্লী চিকিৎসক নামের পূর্বে ডাক্তার লিখতে পারবেন না। কোন পল্লী চিকিৎসক গর্ভবতী মায়েদের ডেলীভারী করতে পারবেন না। কোন ব্যক্তি এই বিধান লংঘন করলে তিনি তিন বছরের কারাদন্ড বা এক লাখ টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন।

(টিবি/এএস/জুন ১৪, ২০১৬)