সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে একটি সুফলভোগী পুকুরের ১৫০০ টাকার ভাগবাটোয়ারা নিয়ে প্রতিপক্ষের হামলায় এক মৎস চাষী খুন হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের নাঙ্গলমোড়া তেতুলিয়া গ্রামে এঘটনা ঘটেছে।

নিহতের ভাতিজা রেজাউল করিম জানান, ওই গ্রামের নিমগাছী সমাজ ভিত্তিক মৎস চাষ প্রকল্পের বাড়্যা পুকুরের সুফলভোগীদের ইজারার টাকা নিয়ে একই গ্রামের আফজাল হোসেনের ছেলের সাথে অন্য সদস্যদের বাগবিতন্ডা হয়। এ নিয়ে মঙ্গলবার সকালে উক্ত গ্রামে শালিশের জন্য বসলে ইউনিয়ন আ’লীগের সভাপতি মইনুল ইসলামের নেত্বতে আফজাল হোসেনের ছেলে হারেজ আলী (৩৮) বেলায়েত হোসেনের ছেলে আক্কাস আলীর নিকট ১৫০০ টাকা পাবে বলে দাবী করে বাগবিতন্ডা শুরু করে। এক পর্যায়ে কৃষক আক্কাস আলীকে হারেজ আলী বাশের (বাঙ্গ) লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এ সময় সে মাটিয়ে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ এটিএম আমিনুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে ও আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।


(এসএকে/জুন ১৪,২০১৬)