বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের ১২টি সরকারি দফতরকে দুর্নীতি মুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ নজরুল ইসলাম এই ঘোষণা দেন।

ইউএনও বলেন, উপজেলা প্রশাসনের সকল সরকারি দফতরকে দুর্নীতি মুক্ত করতে কৌশলপত্র প্রনয়ন করা হয়েছে। এরই মধ্যে উপজেলার ১৩টি সরকারি দফতরের মধ্যে ভূমি অফিস ছাড়া ১২টি অফিসের কর্মকর্তা-কর্মচারিরা দুর্নীতি না করার শপথ নিয়েছেন। বাকি একটি অফিসও অচিরে দুর্নীতি মুক্ত করা হবে। এর মাধ্যমে জনগনের জন্য সন্তোষজনক সেবা সহজলভ্য করা সম্ভব হবে বলেও আশাবাদ জানান তিনি।

মতবিনিময় সভায় বাগেরহাট সদর উপজেলা শিক্ষা, সমবায়, মৎস, কৃষিসহ ১২টি দফপ্তরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও বাগেরহাটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।




(এসএকে/জুন ১৪,২০১৬)