শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : শ্রীপুরে অভিযান চালিয়ে প্রায় ৩৫ হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে শ্রীপুর পৌর শহরের কেওয়াবাজার এলাকায় প্রায় ২৫ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযান পরিচালনা করেন গাজীপুর তিতাস গ্যাসের অঞ্চলিক বিক্রয় কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী সাব্বির আহমেদ।

এসময় শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে প্রায় অর্ধশতাধিক পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে। তিতাস গ্যাসের কারিগরি ব্যবস্থাপক প্রকৌশলী শাহবুদ্দীনের নেতৃত্বে একটি কারিগরি দল মাটি খুঁড়ে দুই ইঞ্চি ব্যাসার্ধের প্রায় সাড়ে বিশ হাজার ফুট লোহার পাইপ উদ্ধার করে। এসব পাইপ খুব নিম্নমানের।

কর্মকর্তারা জানান, এ থেকে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা ছিল। তবে এই ঘটনায় কাউকে আটক বা জরিমানা করা হয়নি।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা জানান, শ্রীপুরে কেউ অবৈধভাবে গ্যাস ব্যবহার করতে পারবে না। এই বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শ্রীপুর পাকা সড়কের পাশ দিয়ে যাওয়া তিতাসের উচ্চ চাপের সরবারহ লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে প্রায় ৩৫ হাজার গ্রাহক চলছিল। এতে সরকার প্রতিমাসে কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়ে আসছিল।

প্রকৌশলী সাব্বির আহমেদ জানান,যারা অবৈধ সংযোগ নিয়ে সরকারি সম্পদের ক্ষতি করছে,তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে। গাজীপুরে কোনো ধরনের অবৈধ গ্যাস সংযোগ থাকবে না।

(আরএইচ/এএস/জুন ১৪, ২০১৬)