পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে মামাকে গলা কেটে হত্যার দায়ে ভাগ্নে কে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মো: গোলাম কিবরিয়া এ আদেশ দেন । দন্ডপ্রাপ্তের নাম নিবাস চন্দ্র শীল (৩০)।

জানা যায়, গত ০৮/০৯/২০১৩ তাং আসামী নিবাস চন্দ্র শীল তার মামা নাজিরপুর উপজেলার ষোলশত গ্রামের হেমলাল চন্দ্র শীলের বাড়িতে আসে। পরে দিন মামার সাথে দুপুরে খাবার পরে আসামীর মায়ের জমির বাবদ পাওনা ১ লক্ষ টাকা চান। ঐ টাকা দিতে মামা অস্বীকার করলে ভাগ্নে তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে বিকেলে ঘুমন্ত হেমলাল চন্দ্র শীল (৫৫) কে গলা কেটে হত্যা করে। এ সময় হেমলাল চন্দ্র শীলের গোঙ্গানী শুনে জনগণ তাকে ধরে পুলিশের কাছে সোর্পদ করে। ঘটনার দিন সন্ধ্যায় নিহত হেমলালের ছেলে শ্যামল কুমার শীল নাজিরপুর থানায় নিবাস চন্দ্র শীল কে আসামী করে হত্যা মামলা দায়ের করে।

মামলা দায়েরের ১৮ ঘন্টা পরে ১০/০৯/২০১৩ তারিখে আসামী পিরোজপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: আহসান হাবীবের নিকট ১৬৪ ধারায় জবান বন্ধী দিয়ে দোষ স্বীকার করেন।

এ মামলার ২ মাস ১০ দিনের মাথায় ৩০/১১/২০১৩ তারিখে তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল গফার মোল্লা অভিযোগপত্র দাখিল করেন। মামলার বাদী, ম্যাজিষ্ট্রেট, চিকিৎসক এবং তদন্তকারী কর্মকর্তা সহ মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহনের পর আদালত এ রায় ঘোষণা করেন ।

(এআরবি/এএস/জুন ১৫, ২০১৬)