শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ বাড়ির উঠনে রক্তের উপর নিথর দেহ পড়ে আছে। আশেপাশে সজনদের আহাজারি। পুরো এলাকা স্তদ্ধ । মাঠ থেকে কাজ শেষ করে ইফতার নেয়ার জন্য বাড়ি এসেছিলেন কৃষক ইব্রাহীম শেখ। গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন।

গোসলের ওজু করার সময় বাবার উপর হঠাৎ আক্রমন করে ছেলে দেলোয়ার শেখ। দা দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করে বাবাকে। গত বুধবার সন্ধ্যায় শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের দক্ষিণ নোয়াগাঁও এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা ঘাতক দেলোয়ার হোসেন শেখকে (৩০) ধরে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেলোয়ার মাদকাসক্ত। প্রতিদিন সে তার বাবার কাছে টাকা চায়। এ নিয়ে কলহের এক পর্যায়ে দেলোয়ার ধারালো দা দিয়ে তার বাবা ইব্রাহিম শেখের পেছন দিক দিয়ে ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম শেখের মৃত্যু হয়। পরে দোলোয়ার দৌঁড়ে এলাকার মনিরের বাড়িতে আশ্রয় নেয়। এ সময় স্থানীয়রা তাকে ধরে থানায় খবর দেয়। অন্য একটি সুত্র জানায়, তিতাস গ্যাসের নির্মাণাধীন লাইন ইব্রাহিম শেখের জমির উপর দিয়ে গেছে । এই জমির অধিগ্রহনের টাকা তোলার ক্ষমতা ছেলে দেলোয়ার হোসেন শেখকে দেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ বাবা ইব্রাহিম শেখের উপর চাপ দিচ্ছিল। ইব্রাহিম শেখের তিন ছেলে ও এক মেয়ে থাকায় একজনকে টাকা তোলার ক্ষমতা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষুব্ধ হয়ে ছেলে দেলোয়ার হোসেন কুপিয়ে বাবাকে হত্যা করে। শ্রীপুর থানার এস আই সাইফুল ইসলাম ১ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ছেলে দেলোয়ার হোসেন শেখকে আটক করা হয়েছে।


(আরএইচ/বিএইচ১৬জুন২০১৬)