লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিন পুলিশের ওপর হামলা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। লোহাগড়া থানার এসআই নাসির আহম্মদ জানান, বুধবার রাতে লোহাগড়ার ছাগলছেঁড়া গ্রামে অভিযান চালিয়ে আরিফ মোল্যা (২০) ও কারিম মোল্যাকে (২২) গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।    

মামলার বিবরণে জানা যায়, গত ৪ জুন লোহাগড়া ইউপি নির্বাচনের দিন চরবকজুড়ি সরকারি প্রাথমিক কেন্দ্র থেকে ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ব্যালট বাক্সসহ লোহাগড়া নির্বাচন অফিসে ফিরছিলেন। পথিমধ্যে মধুমতি নদীর ছাগলছেঁড়া ঘাট এলাকায় পরাজিত মেম্বর প্রার্থী সুরুজ মোল্যার নেতৃত্বে তার সমর্থকেরা তাদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের চার এএসআইসহ সাত সদস্য আহত হয়। এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রভাষক রফিকুল ইসলাম বাদী হয়ে ১৫জনসহ অজ্ঞাত ৬৫জনের নামে মামলা দায়ের করেন।

(আরএম/এএস/জুন ১৬, ২০১৭)