পাবনা প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে মহাজোট সরকারের বিকল্প জামায়াত-হেফাজত-বিএনপির জঙ্গিবাদী তালেবানি সরকার হতে পারে না।

মহাজোট সরকারের বিকল্প কোনো অন্ধকারের অপশক্তি চক্রান্তের সরকার হতে পারে না।

আমরা দুই দিন আগে পাক বাজেট দিয়েছি। এ বাজেট সামনে এগুনোর বাজেট, বৈষম্য কমানোর বাজেট এবং সমৃদ্ধি অর্জনের বাজেট।

পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্মৃতি পৌর মুক্তমঞ্চে শনিবার বিকেল ৫টায় পাবনা জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যখন শেখ হাসিনা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করছেন তখন কোনো অন্তর্কলহ, ক্ষমতাবাজি, দলবাজি আমরা সহ্য করবো না।

জেলা জাসদের সভাপতি আমিরুল ইসলাম রাঙার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় জাসদ নেত্রী লুৎফা তাহের এমপি, সহ-সভাপতি রেজাউল করিম তানসেন এমপি, সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, ওয়ায়েদুর রহমান চুন্নু, পাবনা জেলা জাসদের সাধারণ হাবিবুল হক মিন্টু প্রমুখ।

তথ্যমন্ত্রী দেশের সংবিধান ও গণতন্ত্রের ভবিষৎ নিয়ে এক শ্রেণির বুদ্ধিজীবীদের মাথা ব্যথা শুরু হয়েছে উল্লেখ করে তাদের উদ্দেশে বলেন, যারা বাংলাদেশ মানে না, যারা সংবিধান মানে না, মানবতা মানে না, তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।

সম্মেলনের শুরুতে প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সম্মেলনে পাবনা নাটোর, কুষ্টিয়া, বগুড়া, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

(ওএস/এস/জুন ০৭, ২০১৪)