স্টাফ রিপোর্টার : এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারি দল সাময়িকভাবে লাভবান হয়েছে। এতে যা হয়েছে তার জন্য ভবিষ্যতে নির্বাচন কমিশনকে জাতির কাছে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ এর একটি সার্বিক প্রতিবেদন শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ছয় ধাপে অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ভৌতিক নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, ‘এ নির্বাচনে মৃতরা ভোট দিয়েছে, জীবিতরা নয়।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সুজনের সভাপতি হাফিজ উদ্দীন আহমেদ খান, সমন্বয়ক দিলীপ কুমার সরকার, নির্বাহী সদস্য মোহাম্মাদ জাহাঙ্গীর ও প্রকৌশলী মুসবাহ আলীম প্রমুখ।

(ওএস/এএস/জুন ১৬, ২০১৭)