রাজীবুল হাসান : একটি সবুজ পৃথিবীর স্বপ্নে’এই প্রতিপাদ্যকে ধারণ করে বৃহস্পতিবার সকালে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গন থেকে বৃক্ষরোপন অভিযান শুরু করে অক্সিজেন ফ্যাক্টরি নামে একটি সংগঠন । অনুষ্ঠানের উদ্বোধন করেন পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম আবুল খায়ের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো.আক্কাস আলী, আহাম্মাদুল কবীর খোকন, দৈনিক সমকালের গাজীপুর জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন,কালবেলার শ্রীপুর প্রতিনিধি মোশারফ হোসাইন তযু প্রমুখ। অনুষ্ঠানে পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়।

বিশ্ব উষ্ণায়ন মোকাবেলায় বাংলাদেশকে প্রস্তুত হতে হলে বৃক্ষের বিকল্প নেই। অনুষ্ঠানে সবুজ বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ অভিযানের উপর জোর দিয়ে নিজ নিজ এলাকায় গাছ লাগানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

(আরএইচ/এএস/জুন ১৬, ২০১৭)