বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মংলায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মংলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আলী প্রিন্স শহরের মুদি, কাচা বাজার, হোটেল, বরফ কল, ঘোষ ডেয়ারী ও বেকারী ফ্যাক্টরীগুলোতে অভিযান চালান।

মংলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপন্য উৎপাদন এবং বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে সুমন আইস ফ্যাক্টরী, মদিনা বেকারী ও বনফুল ঘোষ ডেয়ারীর প্রত্যেক মালিককে নগদ ১০ হাজার টাকা করে জরিমান করা হয়েছে। এছাড়া বিভিন্ন দ্রব্যাদি নির্ধারিত দামের চেয়ে কেউ বেশি দামে বিক্রি এবং ভেজাল পণ্য কেনা বেচা হচ্ছে কিনা তাও তদারকি করেন মোবাইল কোর্টের কর্মকর্তারা। এ অভিযানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও মংলা থানার এসআই মনজুর এলাহী উপস্থিত ছিলেন।


(এসএকে/এস/জুন ১৬,২০১৬)