রাজশাহী প্রতিনিধি : মাদক নিয়ন্ত্রণ করতে স্কুল কলেজের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাসহ চারঘাটের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবির।

শনিবার দুপুরে চারঘাট মডেল থানার উদ্যোগে সারদা মহাবিদ্যালয় মাঠে আয়োজিত মাদকবিরোধী জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সহযোগিতা চান।

পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহীর চারঘাটে হওয়ায় পুলিশ প্রশাসনের কাছে চারঘাট উপজেলার পৃথক গুরুত্ব রয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে এই জনপদটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। এর ফলে চারঘাট সম্পর্কে মানুষের মনে খারাপ ধারণার সৃষ্টি হয়েছে। ঐতিহ্যবাহী পুলিশ একাডেমি সারদার সুনাম প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাই ঐতিহাসিক স্থান হিসেবে চারঘাটের মান অক্ষুন্ন রাখতে মাদকের ব্যাপারে সবাইকে সোচ্চার হতে হবে।

সারদা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শাহাবুদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম রশিদুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) আবু সায়েম প্রধান ও চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তজা।

(ওএস/এস/জুন ০৭, ২০১৪)