চট্টগ্রাম প্রতিনিধি :শুক্রবার সকাল ৯ টা ৩০ নাগাদ বন্দরটিলা আয়েশার মার গলির সামনে বেপরোয়া গতিতে ছুটে আসা কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে চলতে থাকা দুটি রিকশাকে নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থানেই রিকশা চালক বাবুল (৪৫) ও মেডিকেল যাওয়ার পথে নিহত হন যাত্রী কোহিনুর(৪৫) বেগম। দূর্ঘটনায় গুরতর আহত অবস্থায় পতেঙ্গা মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন রিকশা চালক জাকির (৩৫)।

নিহত বাবুল(৪৫) পিরোজপুর জেলার, মঠবাড়িয়া থানার, কুমার পাড়া গ্রামের ফুলমিয়ার পুত্র। একই ঘটনায় নিহত যাত্রী কোহিনুর(৪৫) একই থানার তালুকদার বাড়ির আব্দুর ছত্তারের স্ত্রী।
এসময় ক্ষুব্দ জনতা ধাওয়া করে ঘাতক কাভার্ড ভ্যানটি সহ চালক পারভেজ(১৮) কে ঘিরে ফেলে। পরে পুলিশ এসে কাভার্ড ভ্যানটি সহ চালককে আটক করে থানায় নিয়ে যায়।

এব্যাপারে থানায় কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই খুরশীক প্রতিবেদককে জানায়, সকাল সাড়ে ৯ টা নাগাদ বন্দরটিলায় সড়ক দূর্ঘটনায় রিকশা চালক বাবুল(৪৫) সহ মহিলা যাত্রী কোহিনুর বেগম(৪৫) নিহত হন। এছাড়া জাকির নামক আরো একজন রিকশা চালক দূর্ঘটনায় গুরতর আহত হন। আমরা ঘটনাস্থান থেকে নিহত চালক বাবুলের লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল পাঠাই।
এব্যাপারে ঘাতক ভ্যান সহ আটক ভ্যান চালকের বিরুদ্ধে মামলা পক্রিয়াধীন রয়েছে।






(ওএস/এস/জুন ১৭,২০১৬)