আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও জেলার গৌরনদী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় মানিক লাল সাহার ৭৭তম জন্ম জয়ন্তী উপলক্ষে শুক্রবার সকালে মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

গৌরনদী শিশু একাডেমী ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন শিশু একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, গৌরনদী শিশু একাডেমীর অধ্যক্ষ বাবুল সোম, জাতীয় মানবাধিকার ইউনিটির সহ-সভাপতি গনেশ দাস, মাহিলাড়া ডিগ্রি কলেজের প্রভাষক জিনাত জাহান খান, মানিক লাল সাহার পুত্র প্রভাষক রাজা রাম সাহা, ইন্সট্রাক্টর বিপ্লব কুমার বড়াল, শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক ডলি রানী বণিক প্রমুখ। মাসব্যাপী প্রতিযোগীতায় ৫টি বিভাগে প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

(টিবি/এএস/জুন ১৭, ২০১৬)