শেখ আহ্সানুল করিম, বাগেরহাট :বাগেরহাটের মংলার পশুর নদী থেকে সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্য মো. ফরহাদ শেখকে আটক করেছে কোস্টগার্ড।

দেশী অস্ত্রসস্ত্রসহ আটক এই বনদস্যুকে শুক্রবার বিকেলে মংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। বনদস্যু মো: ফরহাদ শেখ (৪০) মংলার চিলা এলাকার শেখ হাসান আলীর ছেলে।

মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ জানান, বনদস্যু জাহাঙ্গীর বাহিনী শুক্রবার দুপুরে মংলার পশুর নদীর চিলা সংলগ্ন কানাইনগর এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা দ্রুত ওই এলাকায় অভিযান চালায়। এসময় বনদস্যুরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ফরহাদ কোস্টগার্ডের হাতে ধরা পড়ে। পরে কোস্টগার্ড সদস্যরা ফরহাদের ট্রলারে তল্লাশী চালিয়ে ৮/১০টি বিভিন্ন ধরণের ধারালো অস্ত্রসহ অন্যান্য মালামাল উদ্ধার করেছে।

বিকেলেই আটক বনদস্যু ফরহাদকে মংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্টগার্ড। ফরহাদের বিরুদ্ধে জেলে অপহরণ, মুক্তিপণ আদায়সহ চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে বলে জানায় কোস্টগার্ড।


(এসএকে/এস/জুন ১৭,২০১৬)