মোংলা প্রতিনিধি:মোংলার পশুর নদী থেকে দুর্ধর্ষ বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য মো: ফরহাদ শেখকে আটক করেছে কোস্ট গার্ড। দেশী অস্ত্রসস্ত্রসহ আটক বনদস্যুকে শুক্রবার বিকেলে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ জানান, বনদস্যু জাহাঙ্গীর বাহিনী শুক্রবার দুপুরে মোংলার পশুর নদীর চিলা সংলগ্ন কানাইনগর এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবর পেয়ে কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বাহিনীর সদস্য ফরহাদ কোস্ট গার্ডের হাতে ধরা পড়ে। পরে অভিযানকারীরা ফরহাদের বোটে তল্লাশী চালিয়ে ৮/১০টি বিভিন্ন ধরণের ধারালো অস্ত্রসহ অন্যান্য মালামাল উদ্ধার করেছে। বিকেলেই আটক বনদস্যু ফরহাদকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্ট গার্ড। ফরহাদের বিরুদ্ধে জেলে অপহরণ, মুক্তিপণ আদায়সহ চাদাবাজির একাধিক অভিযোগ রয়েছে বলে জানায় কোস্ট গার্ড। দস্যু মো: ফরহাদ শেখ (৪০) মোংলার চিলা এলাকার শেখ হাসান আলীর ছেলে। #

(এ এইচ এস/বি এইচ১৮জুন২০১৬)