মৌলভীবাজার প্রতিনিধি :মৌলভীবাজারে নাহার আসলাম ও নাহার কাইলিন পুঞ্জিতে বসবাসরত আদিবাসীদের জেলা প্রশাসন কর্তৃক স্বত্ত্ব মামলা চলা অবস্থায় ষড়ষন্ত্রমৃলক ও অবৈধ উচ্ছেদ নোটিশ প্রত্যাহারের দাবিতে আজ ১৮ জুন সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনের সড়কে প্রায় দুই শতাধিক আধিবাসী নারী পুরুষের উপস্থিতে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। 

মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলায় বসবাসরত পুঞ্জি থেকে আধিবাসীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সিনিয়র সদস্য অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান এর সভাপতিত্বে ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা সমন্বয়ক নাট্যকার আসম সালেহ সোহেল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাধা পদ দেব সজল, বাংলাদেশ উদিচী শিল্পী গোষ্ঠী মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ডাডলী ডেরিক পেন্টিস, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব আহবায়ক সাংবাদিক মশাহিদ আহমদ, দৈনিক বাংলা৭১ এর জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল কাইয়ুম,বাংলাদেশ আদিবাসী ফোরাম সিলেট শাখার সভাপতি শ্রী গৌরাঙ্গ পাত্র, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ফ্লোরা বাবলী তালাং, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় সদস্য সুমন সারমা, জাসদ নেতা হাসান আহমদ রাজা, দুর্ণীতি মুক্তকরন বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, উরাঁও ছাত্র সংগঠন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল তিকৃী ও খাসিয়া স্টুডেন্ট ইউনিয়ন সিলেট শাখার সাধারণ সম্পাদক জেসলিনা প্রমুখ।

বক্তারা নাহার আসলাম ও নাহার কাইলিন পুঞ্জিতে বসবাসরত আদিবাসীদের ষড়ষন্ত্রমৃলক ও অবৈধ উচ্ছেদ নোটিশ দ্রুত প্রত্যাহারের দাবী জানান। এ ছোট্র দুটি পুঞ্জির বাসিন্দাদের প্রশাসনের কর্তা ব্যাক্তিরা উচ্ছেদ নোটিশ পাঠিয়েছেন। যা সম্পূর্ন রুপে অবৈধ । শত বর্ষের ঐতিহ্যের এ দুটি পুঞ্জির বাসিন্দারা এখন যাবে কোথায়।


(একে/এস/জুন ১৮,২০১৬)