নড়াইল প্রতিনিধি :নির্বাচন পূর্ববর্তী সহিংসতায় গুলিতে পঙ্গত্ববরণকারী নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের ফরহাদ সিকদারের মামলা গ্রহণ না করা এবং ঘুষ গ্রহণের ঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার অপসারণ ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুন) সকাল ১১টায় নড়াইল শহরের হামিদ ম্যানসনে স্বাবলম্বী ট্রেনিং সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পঙ্গুত্ববরণকারী ফরহাদ শিকদারের পক্ষে ইরান শেখ।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ২ জুন কোটাকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তেলকাড়া এলাকায় সংঘর্ষ বাঁধে।এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খাঁন জাহাঙ্গীর আলম ও তার চাচাতো ভাই কালিয়া উপজেলা চেয়ারম্যান খাঁন শামীমুর রহমান ওছি খা’র নেতৃত্বে নৌকা প্রতীকের সমর্থকদের উপর এলোপাড়াড়িভাবে গুলিবর্ষণ করে। গুলিতে একজন নিহত এবং ফরহাদ শিকদারসহ অন্তত ১০জন গুলিবিদ্ধ হন। পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ফরহাদের বাম পায়ের হাটুর উপর থেকে সম্পূর্ণ কেটে ফেলতে হয়।

এ ঘটনায় লোহাগড়া থানায় ফরহাদ সিকদার ঘটনার সাথে জড়িতদের আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করতে গেলে ওসি বিপ্লব কুমার সাহা মামলা এন্ট্রি না করে আজ-কাল করে ঘুরাতে থাকে। মামলা রেকর্ড করানোর জন্য ফরহাদ শিকদারের নিকট থেকে ২লক্ষ টাকা ঘুষ দাবি করলে ৫০ হাজার টাকা দিয়ে মামলাটি রেকর্ড করতে অনুরোধ করলেও তা করেনি।
আসামীদের কাছ থেকে ৫লাখ টাকা ঘুষ গ্রহণ করেছে বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। ঘুষঘোর ওই ওসির অপসারণ ও শাস্তির দাবি জানান।

তেলকাড়া গ্রামের আকুব্বার সিকদারের ছেলে ফরহাদ সিকদারের সাথে সংবাদ সম্মেলনের সময় গুলিতে আহত বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। পরে নড়াইল-যশোর সড়কের আদালাতপুর এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করে জানান, কোটাকোল ইউনিয়নের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। ওই হত্যা মামলাতেই গুলিতে আহতের তথ্যাদি থাকায় নতুন করে মামলা নেয়া হয়নি।



(টিএআর/এস/জুন ১৮,২০১৬)