লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আদালতের নির্দেষ উপেক্ষা করে ১২ শতাংশ জমি দখলের বিরোধরকে কেন্দ্র করে প্রতিপক্ষের করে নারীসহ ৫জনকে কুপিয়ে জখম করেছে। এসময় প্রতিপক্ষের লোকজন বসতঘরে হামলা ও ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণলকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুটে নেয় বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবার। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পৌর শহরের দেনায়েতপুর গ্রামের আনা মিয়া মেস্ত্রী বাড়ীতে। এঘটনায় ওই দিন দুপুরে গোফরান মিয়া বাদী হয়ে মনিরসহ ৮জনকে আসামী করে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

গুরুতর আহতরা হলেন- দেনায়েরপুর গ্রামের গোফরান স্ত্রী খাদিজা বেগম (৪৫), মো. গোফরান (৫২) ও তার ছেলে ওপর ফারুক (২২)। রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনর‌্যা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
মালার এজাহার সূত্রে জানায়, পৌর শহরের দেনায়েরপুর গ্রামের গোফরা মিয়ার সাথে এইকবাড়ীর মনিরদের সাথে ১২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এঘটনায় দেওয়ানী আদালতে মামলা (৬৭/২০০৫) করলে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত শুক্রবার রাতে মো. মনিরসহ ১০-১২ সন্ত্রাসী নিয়ে ওই জমি দখল করে। এঘটনাটি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। পরে ওই সন্ত্রাসীরা শনিবার সকালে আবাও দেশি অস্ত্র নিয়ে জমি দখল করতে গেলে গোপরাসহ তার স্ত্রী খাদিজা বেগম বাধা দিতে এগিয়ে আসলে তাদেরসহ ৫ জনকে এলোপাতারি কুপিয়ে রাক্তাত্ম জখম করে। এসময় সন্ত্রাসীরা গোফরানের বাড়ীতে হামলা ও ভাংচুর করে প্রায় ৪ লাখ টাকার মালামাল লুটে নেয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি করে।
যোগাযোগ করা হলে মনির হোসেন বলেন, নিজেদের জমিতে ঘর তুলতে গেলে গোফরা বাদী দেয়। এতে তার সাথে কথা কাটাকাটি হয়। হামলা, ভাংচুর ও লুটের ঘটনায় সঠিক নয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত প্রতিনিধি একেএম মনঞ্জুরুল হক আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে। হামলা-ভাংচুর ও মালামাল লুটের ঘটনায় ৮জনকে আসামী করে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


(এমআরএস/অ/জুন ০৭, ২০১৪)