নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক শফিউল আলম বিপুল(৩৫) নিহত হয়েছেন। এঘটনায় উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দৈনিক ইত্তেফাক ও দৈনিক উত্তরের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

প্রাপ্ততথ্যে জানা গেছে, পেশাগত দ্বায়িত্ব পালন শেষে মোটরসাইকেল যোগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের নিজ বাড়িতে ফেরার পথিমধ্যে কালিশ-পুনাইল সংলগ্ন বীজরুল মোড় (কড়ইতলা) এলাকায় হঠাত মোটরসাইকেলেরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে রাস্তায় চলাচলরত যাহবাহনের যাত্রীরা তাকে দেখতে পেয়ে মুমুর্ষ অবস্থায় বীজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে সাংবাদিক বিপুলের অবস্থার অবনতি ঘটলে তাকে আশংকা জনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক বিপুলের অকাল মৃত্যুর খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। সবার প্রিয় সাহসী কলম সৈনিকের অকাল মৃত্যুতে শোকাহত সবাই। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেছা, থানার ওসি হাসান শামীম ইকবাল, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বকুল হোসেনসহ স্থানীয় সাংবাদিকেরা বিপুলের বাড়িতে ছুটে গেলে কান্নার স্রোতে ভারি হয়ে আসে বর্ষন গ্রাম। নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ ছুটে আসতে শুরু করেছে বিপুলের বাড়িতে।

(এমএনআই/এস/জুন ১৮,২০১৬)