রাজবাড়ী প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌরসভা সংলগ্ন এলাকায় শনিবার রাত ২টার দিকে  দুই যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন।

আহতরা হলেন, যশোর জেলার বাঘাই পাড়া উপজেলার মো. আনোয়ার হোসেন (৪০), মো. আব্দুল খালেক (৫০), যশোর সদর উপজেলার মো. রেজাউল, মো. আব্দুল হালিম,

খুলনা জেলার কয়রা উপজেলার কল্যাণ সরদার (৩০), ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার মঞ্জু (৫৫), বাগেরহাট সদর উপজেলার মো. রুহুল আমিন (৩২), খুলনা সদর উপজেলার মরিয়ম (৩৫), ঢাকা কেরানীগঞ্জের রোখসানা (২৫), মানিকগঞ্জ সদর উপজেলার মো. ফেরদৌস (৪০) ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার মো. জালাল উদ্দিন।

সূত্র জানায়, ঢাকা থেকে খুলনাগামী দিগন্ত পরিবহনের একটি কোচ গোয়ালন্দ পৌরসভা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হনিফ পরিবহনের একটি কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের ২০ যাত্রী আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ১১জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খানখানাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত অপরাটের মো. জাহাঙ্গীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

(ওএস/জেএ/জুন ০৮, ২০১৪)