স্টাফ রিপোর্টার :জামালপুরের আট আসামির যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা হবে যে কোনো দিন।রবিবার প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলা রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখে।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট ও গুমের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের মধ্যে ছয়জনই পলাতক রয়েছেন।

আট আসামি হলেন- ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন, মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারী, হারুন, মো. আবুল হাশেম, অ্যাডভোকেট মো. শামসুল হক ওরফে ‘বদর ভাই’ এবং এস এম ইউসুফ আলী।

এদের মধ্যে শামসুল ও ইউসুফ কারাগারে আছেন। বাকি ছয়জনকে পলাতক দেখিয়ে এ মামলার বিচার চলে।

যুদ্ধাপরাধের পাঁচ অভিযোগে গতবছর ২৬ অক্টোবর ট্রাইব্যুনাল এই আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।


(ওএস/এস/জুন ১৯,২০১৬)