বাগেরহাট প্রতিনিধি :সুন্দরবনে মুক্তিপণের দাবীতে ঝাঁপসি খাল এলাকা থেকে ৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সাগর বাহিনীর সদস্যরা।

রবিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গহীন অরণ্যের ঝাঁপসি খাল এলাকা থেকে এসব জেলেদের অপহরন করে বনদস্যুরা। অপহৃত জেলেদের বাড়ী খুলনার দাকোপ উপজেলায়। অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। সুন্দরবন বিভাগ ও কোস্টগার্ড এতথ্য নিশ্চিত করেছে।

অপহৃত জেলেদের পরিবার ও মহাজনের জানায়, রবিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের গহীন অরণ্যে ঝাঁপসি খাল এলাকায় মাছ আহরণ কালে আগ্নেয়াস্ত্রের মুখে মুক্তিপণের দাবিতে ৫ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীণ অরণ্যে নিয়ে যায় বনদস্যু সাগর বাহিনীর সদস্যরা। এ সময় বনদস্যুরা জেলেদের নৌকার মাছ ও বিভিন্ন মালামাল লুটে নেয়। অপহৃত জেলেদের বাড়ী খুলনার দাকোপ উপজেলার কালাবগী গ্রামে। তাৎক্ষণিক ভাবে আপহৃতদের নাম জানা যায়নি।

মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. হাসান জানান, সুন্দরবন বিভাগের কাছ থেকে জেলে অপহরণের খবর জানার পরপরই তাদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান শুরু করেছে।

(এসএকে/এস/জুন ১৯,২০১৬)