পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি  :রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির ৬ নং ওয়ার্ডের পরাজিত ইউপি মেম্বার মিজানুর রহমানের হামলায় নবনির্বাচিত ইউপি মেম্বার কামাল হোসেন বিশ্বাস গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকাল ৫টার দিকে। উভয়ের বাড়ি সরিষা ইউপির বহলাডাঙ্গা গ্রামে।

জানা গেছে, শনিবার বিকালে সরিষা বাজার থেকে ভ্যানযোগ বহলাডাঙ্গা নিজ গ্রামের বাড়িতে ফেরার পথে বহলাডাঙ্গা বাজারের অদূরে বঙ্গবন্ধু কলেজের পাশে পাকা রাস্তার ওপর পূর্ব দ্বন্দ্বের জের ধরে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে পরাজিত ইউপি মেম্বার মিজানুর রহমান মিজানের নেতৃত্বে ইলিয়াস, আলামীন, রাকিব, সোহেল, বাবু, আকমল ও মানিকসহ আরো ৩/৪জনের একটি দল ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে নবনির্বাচিত ইউপি মেম্বার কামাল হোসেন বিশ্বাসের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর রক্তাক্ত জখম করে।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত ইউপি মেম্বার কামাল হোসেন বিশ্বাসকে পাংশা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি দেখা দিলে গতকাল রোববার পাংশা হাসপাতাল থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় পাংশা থানায় মামলা দায়ের করা হয়েছে।


(এমএইচ/এস/জুন ১৯,২০১৬)