শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ  শ্রীপুরে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনি মলিন্ডকা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয়ে কোচিং করানোর সময় ভুলে মায়ের মোবাইল স্কুল ব্যাগে থাকার অপরাধে এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে শিক্ষক। শনিবার দুপুর ১টার দিকে  আহত ছাত্র প্রীতম চন্দ্র দাস (১৪) কে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ছাত্রের বাবা সুধীর চন্দ্র দাস বাদী হয়ে শ্রীপুর থানা ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, স্কুল বন্ধ থাকায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক আসম মামুন-অর- রশিদের কাছে প্রীতম কোচিং করত। শনিবার বেলা দেড়টার দিকে কোচিং চলাকালে তার স্কুলব্যাগের মধ্যে মোবাইলের শব্দ হয়। তার মায়ের মোবাইল ভুলে তার ব্যাগে থাকায় ওই ঘটনা ঘটে। তখন শিক্ষক মামুন-অর-রশিদ মোবাইল ফোনটি ব্যাগ থেকে বের করে ভেঙে ফেলেন ও বেঁতের লাঠি দিয়ে প্রীতমের শরীরে পিটিয়ে অসংখ্য আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তাকে হাসপাতালে আনা হয়। প্রীতমের বাবা সুধীর চন্দ্র দাস জানান, আমরা সংখ্যালঘু মানুষ। তাই সবাই মারতে সাহস পায়। টাকার অভাবে চিকিৎসাও করতে পারছিনা। আমি ন্যায় বিচার চাই। এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(আর এইচ/বি এইচ২০জুন২০১৬)