শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি :মাওনা হাইওয়ে থানা পুলিশ গত দেড় মাসে লাইসেন্সবিহীন মোটর সাইকেল, সিএনজি চালিত অটো রিকশা ও অবৈধ বেটারী চালিত রিকশা চলাচলের দায়ে প্রায় ৩শ’ মামলা করেছে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মাওনা চৌরাস্তা,নয়নপুর,জৈনা বাজার ও বাঘের বাজার এলাকায় মহাসড়কে এ সব যানবাহন চলাচলের দায়ে সেগুলো আটক করে মামলা দায়ের করা হয়ছে।

যানবাহনগুলো আটক করে নির্ধারিত হারে জরিমানা আদায়ের পর মামলা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান হাইওয়ে থানার ওসি মো.হাফিজুর রহমান। ওদিকে গাড়ির চালকরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। লাইসেন্সের নামে হাইওয়ে পুলিশ বাণিজ্য করার চেষ্টা করছে বলে অভিযোগ তাদের ।



(আরএইচ/এস/জুন ২০,২০১৬)