বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মোড়লগঞ্জে মৎস্যজীবীদের বিশেষ ভিজিএফএর ৩১ বস্তা চালসহ সোমবার দুপুরে গ্রেফতার হয়েছে রারুইখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান লাল।

এ সময় সিলগালা করে দেয়া হয়েছে বারইখালী ইউনিয়ন পরিষদের গোডাউনটি। ইউপি চেয়ারম্যান লালকে মোরেলগঞ্জ থানা হাজতে রাখা হয়েছে। মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুর আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ওবায়দুর রহমান জানান, বিশেষ ভিজিএফের চাল আত্মস্যাত করতে উপজেলা পরিষদে ভূয়া মাস্টাররোল জমা দিয়ে বারইখালী ইউপি চেয়ারম্যান চাল মজুদ করে রেখেছে, এমন নিশ্চিত খবরের ভিত্তিতে সহকারী কমশিনার (ভূমি) মো. নাজমুল হুদাকে সেখানে অভিযান চালাতে পাঠানো হয়।

সোমবার দুপুরে সহকারী কমশিনার (ভূমি) বারুইকালী ইউনিয়ন পরিষদে গিয়ে গোডাউন খুলে পাচারের উদ্যেশ্যে রাখা মৎস্যজীবীদের বিশেষ ভিজিএফএর ৩১ বস্তা চাল দেখতে পায়। তখনই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় সহকারী কমশিনারকে (ভূমি) বাদী হয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করতে নির্দেশ দেয়া হয়েছে।

(একে/এএস/জুন ২০, ২০১৬)