ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুস সাত্তার (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন থানার এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য।

সোমবার (২০ জুন) দিনগত রাত দেড়টার দিকে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গোনারা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা।

নিহত আব্দুস সাত্তার একই ইউনিয়নের রিফিউজি পাড়ার (কলেজ পাড়া) মৃত আব্দুল মান্নাফ মিয়ার ছেলে।

পুলিশের দাবি, নিহত আব্দুস সাত্তার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে আটটি মামলা রয়েছে।

ওসি রূপক কুমার সাহা জানান, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আব্দুস সাত্তারকে সোমবার বিকেলে পুলিশ গ্রেফতার করে। পরে রাতে তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে নিয়ে গোনারা কবরস্থানের মোড়ে অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ। এ সময় আব্দুস সাত্তারের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে তার সঙ্গীরা পালিয়ে যায়। এ বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আব্দুস সাত্তার মারা যান। এ ঘটনায় সরাইল থানার এসআই মো. রাকিবসহ তিন পুলিশ সদস্য আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি, আটটি দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত মুখোশ উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।





(ওএস/এস/জুন২১,২০১৬)